
পল মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ রবিবার সন্ধায় বালুরঘাটের মন্মথ নাট্যচর্চা কেন্দ্রে সংস্কৃতি মিউজিকাল একাডেমীর প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এ বিষয়ে সংস্কৃতি মিউজিকাল একাডেমীর কর্নধার সুদীপ্ত গুহ ও শ্রেয়সী নন্দী জানালেন সংস্কৃতি মিউজিকাল একাডেমীর এটাই ছিল প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠান। সংস্কৃতি মিউজিকাল একাডেমীতে নৃত্য,গীত ও তবলা বাদন শেখানো হয় বলে তারা জানান। মুলতঃ একাডেমীর ছাত্র-ছাত্রীরাই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করে।সম্পৃক্তা,সরবানী,তিলাঞ্জলী,বর্না,শ্রুতি,সায়নী,পরাগ,শুভ্রশেখর,সম্যক,জীত রা নৃত্য,গীত ও তবলা লহরার মধ্য দিয়ে দর্শকমহলের মন জয় করে নেয়। সুদীপ্ত বাবু বলেন শুধু আজই না সংস্কৃতি মিউজিকাল একাডেমী আগামী দিনেও এইভাবেই দর্শকদের মন জয় করে নেবে।।
No comments:
Post a Comment