রোগ সারাতে যোগই একমাত্র ভর্সা - Songoti

রোগ সারাতে যোগই একমাত্র ভর্সা

Share This

শরীর ও মন সুস্থ্য রাখতে যোগাভ্যাসের বিকল্প নেই। কোনও রকম পার্শ প্রতিক্রিয়া ছাড়া যে কোনও রোগ সারাতে যোগই একমাত্র ভর্সা বলে মানছেন যোগগুরু থেকে সাধারন মানুষও। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রনবানন্দজী মহারাজ তাই
 প্রতিদিন ভোরে উঠে যোগাভ্যাস করতেন। তার প্রতিষ্ঠিত সঙ্ঘ আজ সারা দেশে যোগ চর্চার প্রশিক্ষন দিয়ে চলেছে হাজার হাজার যোগ সেন্টারের মাধ্যমে। আজ সঙ্ঘের বালিগঞ্জ শাখায় যোগ দিবস পালিত হল মহা সাড়ম্বরে।স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে বহু বিশিষ্ট মানুষ এতে অংশ নেন।সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন,যোগে শুধু মাত্র শরির ও মন শান্তি থাকে তা নয়। মনের স্থীরতা ও একাগ্রতা বাড়াতেও যোগের বিকল্প নেই। ভারত সেবাশ্রম সঙ্ঘের মুল লক্ষই হল একদম প্রত্যন্ত গ্রামে শরির চর্চার অভ্যাস গড়ে তুলতে সর্বত্র যোগ কে ছড়িয়ে দেওয়া।।

No comments:

Post a Comment