ছেলের চিকিতসার জন্য সাহায্যের আশায় গ্রামে গ্রামে ঘুরছেন অসহায় দিনমজুর বাবা - Songoti

ছেলের চিকিতসার জন্য সাহায্যের আশায় গ্রামে গ্রামে ঘুরছেন অসহায় দিনমজুর বাবা

Share This

দেবাশিস ঘোষ , চাঁচল : বয়স ১০ বছর। নাম সেলিম।তার মুখমণ্ডল জুড়ে টিউমার। শরীরের বিভিন্ন অংশেও টিউমার।স্বাভাবিক জীবন পেতে হলে অপারেশন করাতে হবে বলে পরামর্শ দিয়েছেন চিকিতসকেরা। কিন্তু তার জন্য প্রয়োজন প্রচুর অর্থের। অসহায় দিনমজুর বাবা ছেলের চিকিতসার অর্থের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছেন। সহৃদয় ব্যক্তির সন্ধানে এক গ্রাম থেকে থেকে অন্যগ্রামে ছুটে চলেছেন তিনি। মালদহের চাঁচল মহকুমার রতুয়া - ১ ব্লকের চাঁদমুনি - ২ অঞ্চলের খোঁচখামার গ্রামের বাসিন্দা রেহেমান আলি, পেশায় তিনি দিনমজুর। সরকারি খাসজমিতে কোনরকমে মাথা গোজার ঠাঁই। স্ত্রী ও তিন ছেলেকে তিনি সেখানে থাকেন। তাঁরই ছোটছেলে সেলিম। তিনি জানান , ছেলের চিকিতসার জন্য বহু জায়গায় গিয়েছি। চিকিতসকেরা জানিয়েছেন অপারেশন করাতে হবে, তাহলেই সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। কিন্তু অপারেশন করাতে হলে যে অনেক টাকার দরকার। কোথায় পাব অত টাকা। তাই নিতান্তই বাধ্য হয়ে সাহায্যের জন্য ওই অসুস্থ ছেলেকে সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি। মুখ জুড়ে টিউমার থাকায় ঠিক মতো খেতে পারেনা ছেলেটা, সারা শরীরেও রয়েছে টিউমার। ঘুমোতেও কষ্ট হয়।" পরিবারে অনটন নিত্য সঙ্গী। অসুস্থ ছেলের চিকিতসা কিভাবে হবে তা নিয়ে দুশ্চিন্তায় প্রহর কাটে মা বাদেনুর বিবির। সারাক্ষণ তাঁর একটাই  চিন্তা সেলিমের কি হবে। দিনরাত এক করে তিনি প্রার্থনা করে চলেছেন।।

No comments:

Post a Comment