রেমার পরিচালনায় মুক্তি পাচ্ছে ভাগ শেষ - Songoti

রেমার পরিচালনায় মুক্তি পাচ্ছে ভাগ শেষ

Share This

সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ বাংলায় চলচ্চিত্র পরিচালনায় মহিলা পরিচালকদের দলে এবার এক উল্ল্যেখ্য সংযোজন রেমা বোস। সুপরিচিত সঙ্গীতকারক আচার্য জয়ন্ত বোসের সুযোগ্য কন্যা রেমা সঙ্গীতের বাইরে এক ভিন্ন স্বাদের মৌলিক গল্প ভাগশেষ নিয়ে আসছে দর্শকদের জন্য। পেশায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের  সাইকোলজির লেকচারার-এর  আত্মপ্রকাশ ঘটল চিত্র পরিচালক হিসাবে। আগামী ৬ জুলাই মুক্তি পাচ্ছে ভাগশেষ ছবিটি। আসন্ন ছবিটির ট্রেলার ও মিউজিক রিলিজ হল কলকাতা প্রেস ক্লাবে।অনুষ্ঠানে পরিচালক রেমা বোস ছাড়াও উপস্হিত ছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়,অম্বরীশ ভট্টাচার্য ছাড়াও অন্যান রা। এদিন পরিচালক জানান ভাগশেষ ছবিটি এক মাতৃত্বের নির্মান। মাতৃত্বের নির্মান কীভাবে হয় তা জানতে চোখ দেখতে হবে ভাগ-শেষ।।

No comments:

Post a Comment