সপ্তর্ষি সিংহ, কলকাতাঃ আধুনিক সাজে সজ্জিত সল্টলেক সেক্টর ফাইভ এলাকায় আরো নতুন করে নিজেদের খাদ্যতালিকা নিয়ে এল ফিউশন বার পুউর হাউস। খাদ্যরসিক মহলের চাহিদার কথা মাথায় রেখে ভিন্ন স্বাদের রেসিপির সম্ভার নিয়ে এল পুউর হাউস। সংস্হার অন্যত্তম কর্নধার ঋষভ চৌধুরি বলেন ক্রেতাদের স্বাদ বদলের
উদ্দ্যেশে আমাদের রেস্তোরাঁয় খাদ্যতালিকায় কিছু সংযোজন ও বিয়োজন করে নতুন থালি নিয়ে আসা হয়ছে। আমিশ ও নিরামিষ আহারের জন্য জিভে জল আনা সুস্বাদু থালি সাজানো হয়ছে। এর পাশাপাশি বিভিন্ন স্টার্টার ও ডেজার্ট সহ রঙিন পানীয়। এদিন রেস্তোরাঁর শেপ জানান জনসাধারনের নাগালের মধ্যে যা যৎসামান্য অর্থের বিনিময়। সুস্বাদু রসনায় ডুব দিতে তাই পকেট প্রশ্রয় দিলে গন্তব্য পুউর হাউস।।
No comments:
Post a Comment