স্কুলে স্কুলে ফিরতে চলেছে গুপী বাঘা - Songoti

স্কুলে স্কুলে ফিরতে চলেছে গুপী বাঘা

Share This
পায়েল পাল, কলকাতাঃ তপন সিংহের সবুজ দ্বীপের রাজা থেকে সত্যজিত রায়ের গুপী বাঘা সবটাতেই ছোটোদের বিচরন ক্ষেত্র।তবে বর্তমানে ব্যাটম্যান, ছোটা ভীমের দৌলতে গুপী-বাঘা কিংবা দিদি-অপু'রা চাপা পড়ে গেলেও অপু'রা ন্যাশেনাল চিল্ড্রেন ফ্লিম সোসাইটি অফ ইন্ডিয়া'র সহায়তায় ও সস ব্রান্ড কমিউনিকেশনের উদ্যোগে পুনঃজাগরিত হতে চলেছে শিশু পীঠস্থান স্কুলগুলিতে। অনুষ্ঠানটির নাম ইস্কুলে বায়োস্কোপ, ২য় বর্ষ। শহরের মোট ২০ টি স্কুলে হতে চলেছে এই বিরাট স্ক্রীন-ইন, সাথে থাকবে গেমস, কুইজ সহ অনেক শিশু মনোগ্রাহী আর্কষন। গতবছর ইস্কুলে বায়োস্কোপ -এর বিষয় ছিল সত্যজিৎ রায় ও ফেলুদা । আর এই বছর দেখানো হবে চিলড্রেনস্ ফিল্ম সোসাইটি অফ্ ইন্ডিয়া দ্বারা প্রযোজিত ও পরিবেশিত রানু,  দামু , এক টুকরো চাঁদ, হীরের আংটি  গজা উকিলের হত্যা রহস্য। সবকটিই 

No comments:

Post a Comment