ছোটোদের সিনেমা বাচাতে সি.এফ.এস.আই.'র উদ্যোগে ইস্কুলে বায়োস্কোপ - Songoti

ছোটোদের সিনেমা বাচাতে সি.এফ.এস.আই.'র উদ্যোগে ইস্কুলে বায়োস্কোপ

Share This
পায়েল পাল, কলকাতা ঃ  ছোটোদের সিনেমা তৈরীর ধারাবাহিকতা'র অভাবকে কেন্দ্র করে বাংলা সিনেমা প্রযোজনা ব্যবসায় অনেক অসফলতা দানা বাঁধে। একদল প্রযোজকদের মতে, যেহেতু ছোটোরা মা-বাবা নির্ভর, তাই ছোটোরা কী ধরনের চলচ্চিত্র দেখবে তা নির্ধারিত হয় মা-বাবা'র উপরই, যদিও সন্তানের চাহিদার বসে একবার দেখতে নিয়ে গেলেও পরবর্তী কালে সেই চলচ্চিত্র আর দেখাতে নিয়ে যাবে না, ফলে ব্যবসার অনেকখানি ক্ষতি হয়, তাই কোনো কোনো প্রযোজক  ছোটোদের সিনেমা তৈরী করতে নারাজ। তা হলে কী ছোটারা নিজেদের মাতৃভাষায় তৈরী গল্প বা চলচ্চিত্র ভূলে গিয়ে ব্যাট্ম্যান বা স্পাইডারম্যানে গিয়ে আটকে থাকবে? তা কিন্তু নয়। নিজের  মাতৃভাষার গভীরতাকে তুলে ধরতে চিল্ড্রেন ফ্লিম সোসাইটি  অফ ইন্ডিয়া নিজস্ব ব্যয়ে তৈরী করছে একের পর এক ছোটোদের চলচ্চিত্র, যা শুধুমাত্র স্ক্রীনিং হয় স্কুলগুলিতে। চলচ্চিত্র স্ক্রীনিং'র অনুষ্ঠানটি'র নাম ইস্কুলে বায়োস্কোপ, যা চলতি মাসেই শহরের ২০ টি সরকারী-বেসরকারী কিংবা সরকারী সাহায্য প্রাপ্ত স্কুলগুলিতে শুরু হবে।।

No comments:

Post a Comment