অনুষ্ঠিত হল ইষ্টার্ন ইণ্ডিয়া হার্ট ফেলিওর বিষয়ে আলোচনাসভা - Songoti

অনুষ্ঠিত হল ইষ্টার্ন ইণ্ডিয়া হার্ট ফেলিওর বিষয়ে আলোচনাসভা

Share This

সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ বর্তমান সময়ে আধুনিক জীবনযাত্রার প্রভাবে মানবজীবনে বৃদ্ধি পাচ্ছে হার্টের সমস্যা। বিভিন্ন রোগের প্রতিরোধ সম্ভব হলেও হৃদযন্ত্রের চিকিৎসা পদ্ধতি কঠিন হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি কলকাতা শহরে দিলিচাঁদের শরীরে বিকল্প হৃদযন্ত্র প্রতিস্হাপন চিকিৎসা শাস্ত্রে এক নতুন দিশা দেখাচ্ছে। গত ৯ ও ১০ জুন দুদিন ব্যাপী কলকাতায় অনুষ্ঠিত হল হার্ট ফেলিওর চিকিৎসা বিষয়ে আলোচনা সভা। কলকাতায় প্রথম সমগ্র উত্তর ভারতের প্রায় ২৫০ জন চিকিত্সক এই আলোচনায় অংশ নেয়। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ডাঃ পিকে হাজরা,ডাঃ পিসি মন্ডল,ডাঃ সরোজ মন্ডল। ডাঃ পিকে হাজরা বলেন,ইউরোপ, আমেরিকার মত বিভিন্ন দেশের চিকিত্সকরা এই আলোচনায় অংশ নেবেন যেখানে এই বিষয়ে আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা হবে। চিকিত্সক পিকে হাজরা জানান গ্রামের মানুষ শহরের মত উন্নত চিকিৎসা পরিষেবা পায় না। ডায়বটিস, অতিরিক্ত ধূমপান,অনিয়মিত জীবনযাপন থেকে দূরে থাকার সচেতন বার্তা দেন তিনি।।

No comments:

Post a Comment