
সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ সঙ্গীত প্রেমী মানুষের জন্য ওএইচডি স্টুডিওর পক্ষ থেকে অ্যালবাম উপহার। সঙ্গীত জগতের দুই বিশিষ্ট শিল্পী নচিকেতা চক্রবর্তী ও শ্রীরাধা বন্দোপাধ্যায়ের একক কন্ঠে দুটি অ্যালবাম উন্মোচন হল। নচিকেতার কন্ঠে বাংলা গানের অ্যালবাম বেঁচে থাক এবং শ্রীরাধার কণ্ঠে হিন্দী অ্যালবাম জানে কৌন হ্যায় মুক্তি পেল। গতকাল কলকাতা প্রেস ক্লাবে শিল্পী শ্রীরাধা বন্দোপাধ্যায়,মোহন বাগানের সম্পাদক স্বপন বন্দোপাধ্যায়,সিধু এর উপস্হিতিতে আনুষ্ঠানিক উদ্বোধন হল। এছাড়াও উপস্হিত ছিলেন গীতিকার অভিজিত পাল,প্রযোজক অভিজি্ত মন্ডল সহ সঙ্গীত প্রেমী বহু মানুষ। তবে শুধুই অ্যালবাম নয় সঙ্গীত প্রেমী মানুষের জন্য ইউ টিউবের মাধ্যমে মিলবে।।
No comments:
Post a Comment