
সপ্তর্ষি সিংহ, কলকাতাঃ ইউবি গ্রপ তথা কিংফিসারের সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্কে ইতি টানতে চলেছে লালহলুদ। গতকাল লালহলুদ কর্তারা জানান আসন্ন মরশুমের কোন টাইটেল স্পনসর ছাড়াই মাঠে নামতে চলেছে ইষ্টবেঙ্গল। তাদের দাবি তারা এখন মুক্ত সুতরাং যে কোন ইচ্ছুক সংস্হা তাদের সঙ্গে টাইটেল স্পনসর কিংবা কো স্পনসর চুক্তিবদ্ধ হতে পারে। জানা গিয়েছে কিংফিসার এই মরশুমের জন্য ক্লাবকে মাত্র ১*৫ কোটি টাকা দিতে রাজি হয়েছিল কিন্তু এত কম টাকায় রাজি হননি কর্তারা।গত সোমবার লাল হলুদের তরফ থেকে চিঠি পাঠিয়ে ইউবি গ্রুপকে জানিয়ে দেওয়া হয় সিদ্ধান্তের কথা। ইষ্টবেঙ্গল সূত্রের খবর বেশ কয়েকটি সংস্হার স্পনসর হিসাবে। ক্লাব সূত্রে খবর কোষাগারে যে পরিমান অর্থ রয়ছে তা দিয়ে অনুশীলন শুরু করা যাবে। এখন সময়ের অপেক্ষা কত তাড়াতাড়ি ক্লাবে নতুন স্পনসর আসে।।
No comments:
Post a Comment