
সপ্তর্ষি সিংহ, কলকাতাঃ ১৯৬৮ সালে পথ চলা শুরু হয়েছিল(কেইআই)কেবিল ওয়্যার অ্যান্ড ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রির। ২০১৮ সালে ৫০ বছর পুর্তি উপলকক্ষ্যে গতকাল কলকাতায় সংস্হার সাথে জড়িত ডিস্ট্রিবিউটর ও পার্টনার দের নিয়ে এক আলোচনাসভা আয়োজিত হয়। এই বিষয়ে সংস্হার সিএমডি অনিল গুপ্তা এক সাংবাদিক বৈঠকে বলেন দীর্ঘ পঞ্চাশ বছর ধরে গ্রাহকদের জন্য বিভিন্ন উন্নত কেবল ওয়্যার প্রস্তুত করা মূল উদ্দেশ্য। এই বিষয়ে তিনি জানান সংস্হা মূলত ব্যবসায়ীক লক্ষ্য বিহার ও ওড়িশা। তবে কলকাতাতে আমাদের বানিজ্যিক কর্মপ্রয়াস রয়েছে। ভবিষ্যতে পরিকল্পনা রয়ছে সংস্হার পক্ষ থেকে দেশে ১৫ শতাংশ বাজার শেয়ার লগ্নি। অনিল গুপ্তা প্রসঙ্গত বলেন ইতিমধ্যে দেশে ৩টি জায়গায় সংস্হার ম্যানুফাকচারিং ফ্যাক্টরি রয়ছে। ভবিষ্যতে পরিকল্পনা রয়ছে বাজারে টেলিফোন কেবিল ওয়্যার প্রস্তুত করার। সাংবাদিক বৈঠকে প্রশ্নের উত্তরে অনিল বাবু জানান সংস্হার ব্যবসায়িক পরিকল্পনার পাশাপাশি আগামী বছর আইপিএলে কেকেআর দলের মালিকানায় যুক্ত হওয়ার চিন্তাভাবনা রয়ছে। যদিও তিনি উল্ল্যেখ করেন গত বছর ফুটবল দল আইজল এফসির সঙ্গে যুক্ত ছিল। বানিজ্যিক পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন উত্তর পূর্ব ভারতের স্টিল প্লান্ট গুলির সঙ্গে কেইআই যুক্ত রয়ছে।।
No comments:
Post a Comment