থ্যালাসেমিয়া বিষয়ে সচেনতা রোটারি সদনে - Songoti

থ্যালাসেমিয়া বিষয়ে সচেনতা রোটারি সদনে

Share This

সপ্তর্ষি সিংহ, কলকাতাঃ বর্তমান সময়ে দেশের বেশীরভাগ মানুষ থ্যালাসেমিয়ার মত রোগের হাত থেকে মুক্ত নয়। সেই বিষয়ে জনসাধারণ কে সচেতন করতে ঐকান্তিক প্রচেষ্টায় প্রতি বছরের ন্যায় এবছর নিজ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের নিয়ে গতকাল রোটারি সদনে জন সচেনতা বৃদ্ধির উদ্দ্যেশে এক অনুষ্ঠানের আয়োজন। থ্যালাসেমিয়ার প্রভাব প্রতিরোধের ক্ষেত্রে চিকিত্সক সৌম্য বাবু নিজের লেখা বই বিনামূল্যে রোগীদের উদ্দ্যেশে অনুষ্ঠানে দিয়ে দেন। তিনি জানান রোগীর আত্মীয় ও রোগীদের মধ্যে সাহস জোগানো এবং রোগী চিকিত্সক সুসম্পর্কের আশ্বাস দেওয়ার লক্ষ্যে এই অনুষ্ঠান।তিনি বলেন একটি ছেলে ও একটি মেয়ে এইচএলপিসি টেস্ট করার পর বিয়ের পিয়ের পিঁড়িতে বসা উচিত। তিনি জানান থ্যালসেমিয়া আক্রান্ত বহু মানুষ সুস্হ ভাবে দিনযাপন করছে,প্রয়োজন সঠিকভাবে চিকিত্সক দের পরামর্শ মেনে সুস্হ থাকা। রক্ত সঞ্চালন ও তার বাহ্যিক পরিস্হিতির উপর তিনি আলোকপাত করেন।।

No comments:

Post a Comment