
সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ এপার বাংলায় বসে বাংলাদেশের প্রতন্ত্বত্বের হদিশ পেতে গন্তব্য ২৫ মে শান্তিনিকেতন। মুসলিম যুগ থেকে শুরু করে বিভিন্ন সময়ের প্রত্নসামগ্রীর সন্ধান পেয়ে যাবেন এখানে। বাংলাদোশ ভবনে সেই সামগ্রীর সম্ভার প্রদর্শনীর স্হায়ী বন্দোবস্ত করছে বাংলাদেশ সরকার। সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সে দেশের পুরাত্বত্ত বিভাগের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ওই বিভাগের ডিজি মহম্মদ আলতাব হোসেনের নেতৃত্বে ইতিমধ্যে ওই পুরাত্বত্ত সামগ্রী নিয়ে শান্তিনিকেতনে পৌঁছে গেছে। সেদেশের পুরাত্বত্ত বিভাগ সূত্রে জানা গেছে বাংলাদেশের কুমিল্লায় মযনামতি বৌদ্ধ বিহার ও আনন্দনগর বৌদ্ধ বিহারে খননে বিভিন্ন টেরাকোটা সামগ্রী,পোড়া মাটির তীরন্দাজি মূর্তি,যোদ্ধা,নৃত্যরত নারীমূর্তি,বৌদ্ধ মূর্তি,মুকূ পরিহিত বুদ্ধ,পোড়া মাটির বাসন ইত্যাদি পাওয়া গেছে। বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী জনাব আসাদুজ্জামান মুরের ত্বত্তাবধানে বাংলাদেশের সাজাদপুরে কবির বসতবাড়িতে রক্ষিত সামগ্রী আনা হয়ছে। প্রদর্শনী কক্ষে দেখা যাবে রবীন্দ্রনাথের ব্যবহৃত ঢাকনা সমেত নীল রংয়ের বাটি যা সাজাদপুর কাছাড়ি বাড়িতে এতদিন এতদিন সংরক্ষিত ছিল। বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহানির্দশক ফইজুল লতিফ চৌধুরি বলেন রবীন্দ্রনাথের ব্যবহৃত এইসব সামগ্রী উপহার দেখে আনন্দিত হবেন অনুরাগীরা।।
No comments:
Post a Comment