মহিলা যাত্রীদের সুরক্ষায় রেল পুলিশ - Songoti

মহিলা যাত্রীদের সুরক্ষায় রেল পুলিশ

Share This
পল মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ মহিলা যাত্রীদের সুরক্ষিত করতে বালুরঘাট স্টেশনে এবার আর  পি এফ। মঙ্গলবার সকালে বালুরঘাট রেল স্টেশনে ট্রেনের মহিলা যাত্রী সাধারনদের যাত্রাকালীন সুরক্ষিত করতে রেলওয়ে প্রোটেকশন ফোর্স তাদের সচেতন শুরু করে। পাশাপাশি ট্রেনে সফর করা কালিন মহিলা যাত্রীদের মধ্যে তাদের টোল ফ্রি ফোন নাম্বার ১৮২ বিলি করে তাদের সুরক্ষা সম্বন্ধে সচেতনতা চালায় আর পি এফ জওয়ানরা। রেলওয়ে প্রোটেকশন ফোর্স এর তরফে মহিলা যাত্রী সাধারনকে তাদের টোল ফ্রি ফোন নম্বর বিলি করে জানিয়ে দেওয়া হয় তাদের ট্রেন যাত্রা সফর কালে যে কোন সুরক্ষার ব্যাপারে সম্মুক্ষিন হলে তারা এই টোল ফ্রি নাম্বারে ফোন করলেই রেলওয়ে প্রোটেকশন ফোর্সের জওয়ানরা তাদের সাহায্যের জন্য তাদের পাশে পৌছে গিয়ে তাদের সব রকম বিপদ থেকে সুরক্ষিত করবেন। আর এই আর পি এফ তরফ থেকে ট্রেনে যাত্রার সুরক্ষার আশ্বাস পাওয়ায় খুশি বালুরঘাট থেকে ট্রেনে সফর করা মহিলা যাত্রী সাধারন। তাদের  মধ্যে অনেক মহিলা যাত্রী জানিয়েছেন এই সুরক্ষার আশ্বাস পাওয়ায় বিশেষ করে রাত্রিকালিন কলকাতা – বালুরঘাট তেভাগা এক্সপ্রেস ও বালুরঘাট –  হাওড়া  এক্সপ্রেসের মহিলা যাত্রীদের সুরক্ষা পাওয়ার ক্ষেত্রে অনেকটাই সুনিশ্চিন্ত হওয়া গেল। যা আগে দীর্ঘ এই ট্রেন যাত্রায় ছিলনা। অপরদিকে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে  বালুরঘাট স্টেশন থেকে যাত্রা করা ট্রেনে মহিলা যাত্রীদের সুরক্ষিত করবার এই সচেতনতা শিবির দুই দিন ধরে চালানো হবে। যাতে তারা এ সম্বন্ধে ওয়াকিবহাল হয়ে আরও সুনিশ্চিন্ত ভাবে বিনা বাধায় তাদের যাত্রা পথের দিকে ট্রেনে নিশ্চিন্তে যাত্রা করতে পারেন।।



No comments:

Post a Comment