বার্তা প্রতিবেদন, কলকাতাঃ ফোর্ড আজ কলকাতায় লঞ্চ করল ভারতের প্রথম কম্প্যাক্ট ইউটিলিটি ভেহিক্যাল, ফোর্ড ফ্রিস্টাইল, যা ভারতের ক্রেতাদের জন্য উপলব্ধ থাকবে মাত্র ৫০৯,০০০ টাকায়। ফোর্ডের এই অল-নিউ গ্লোবাল প্রোডাক্টে রয়েছে SUV এর মতো বিরাট ডিজাইন, দৃষ্টান্ত স্থাপনকারী পারফরম্যান্স, উদ্ভাবনী প্রযুক্তি এবং অসাধারণ জ্বালানী সাশ্রয় দক্ষতা যা গ্রাহকদের দারুন একবিকল্প প্রদান করে। এই ব্র্যান্ড নিউ CUV দুটি জ্বালানী বিকল্পের সঙ্গে মোট চারটি ভেরিয়েন্ট ও ছটি রঙে উপলব্ধ।“অল-নিউ ফোর্ড ফ্রিস্টাইল, যুবা, নতুন প্রজন্মের প্রগতিশীল ভারতীয় ক্রেতাদের জন্য একটি কুল-নিউ বিকল্প যারা SUVএর মতো গাড়ি চালানোর আকাঙ্ক্ষা রাখেন”, জানালেন অনুরাগ মেহরোত্রা, প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডাইরেক্টর, ফোর্ড ইন্ডিয়া। “ফ্রিস্টাইল গ্রাহকদের বেশ কিছু অপূর্ন চাহিদা পূরণ করবে এবং তাঁদের এমন এক গাড়ি চালানোর সুযোগ দেবে যাতে SUV এর স্টাইলিং এবং দক্ষতা দুইই রয়েছে, তাঁদের পছন্দের দামের মধ্যেই”। ফ্রিস্টাইলে যে সব অতিরিক্ত সুবিধা প্রদানকারী বৈশিষ্ট্যাবলী যুক্ত করা হয়েছে তাঁর মধ্যে রয়েছে, রিভার্স পার্কিং ক্যামেরা, কিলেস এন্ট্রি ও পুশ স্টার্ট। এর অটোম্যাটিক ক্লাইমেন্ট কন্ট্রোল বৈশিষ্ট্য নিজের শ্রেনীতে সেরা, যা কেবিনের তাপমাত্রাকে ৫০ ডিগ্রী থেকে আরামপ্রদ ২৫ ডিগ্রীতে নামিয়ে আনতে পারে, তাও মাত্র ১৫ মিনিটে। এই অল-নিউ ফ্রিস্টাইল উতপাদিত হচ্ছে গুজরাতের সানন্দ কারখানায়, ভারত এবং সারা বিশ্বের গ্রাহকদের জন্য, যার মধ্যে রয়েছে ইউরোপ ও আফ্রিকার বাজারের জন্য পার্টস। CUV ছটি রঙে উপলব্ধ, নিউ হোয়াইট গোল্ড, ক্যানিয়ন রিজ, মুনডাস্ট সিলভার, অক্সফোর্ড হোয়াইট, স্মোক গ্রে এবং অ্যাবসোলিউট ব্ল্যাক।।

ফোর্ড ইন্ডিয়া কলকাতায় লঞ্চ করল ফোর্ড ফ্রিস্টাইল মাত্র ৫০৯,০০০ টাকায়
Share This
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
Songoti is a 1 of the Bengali & English INDEPENDENT NEWS platform in India. We are Specialist for Cultural, Entertainment, Lifestyle, Health & Travel News..
You can Subscribe us at Youtube, Like - Comment us at Facebook & also Follow us at Instagram
No comments:
Post a Comment