খাদির সস্তা ঠিকানা দিতে এগিয়ে এলো হেলো হেরিটেজ - Songoti

খাদির সস্তা ঠিকানা দিতে এগিয়ে এলো হেলো হেরিটেজ

Share This

বার্তা প্রতিবেদন, কলকাতাঃ বর্তমানে খাদি বাঙালীর এক অঙ্গ হয়ে উঠেছে প্রবল, তবে পাওয়া যাওয়ার জায়গা শহরের বিভিন্ন প্রান্তে হলেও দামের দৌলতে হাত দেওয়া মুস্কিল। তাই সস্তায় হেলো হেরিটেজের উদ্যোগে নজরুল তীর্থে ১০ দিন ব্যপি হয়ে গেল এক খাদি প্রদর্শনী। প্রদর্শনীটিতে উদ্বোধনে এসে ছিলেন ফ্যাশন ডিসাইনার অগ্নিমিত্রা পাল সহ অনেকেই।।

চিত্র সৌজন্য ঃ স্বর্নালী আচার্জ


No comments:

Post a Comment