পালক ও ডিএসেলার এর কম্বিনেশনে দ্বিতীয় বার পেন্টোগ্রাফি শহরে - Songoti

পালক ও ডিএসেলার এর কম্বিনেশনে দ্বিতীয় বার পেন্টোগ্রাফি শহরে

Share This
পেন্টোগ্রাফি
পায়েল পাল, কলকাতাঃ ক্যামেরার ছবি মানায় ফ্রেমে আর রং তুলির ছবি মানায় কাগজে, এই ছিল আমাদের ধারনা।। কাগজ বা কাপড় ছাড়া পাখির পালকের উপর রঙ তুলির পাখি রূপায়ন করেছেন আই.পি.এস. কল্যান মুখোপাধ্যায়। অন্য দিকে চিত্র গ্রাহক অর্ঘ সিকদার বিগত আড়াই তিন বছরের তার ক্যামেরায় সংগ্রহ করেছেন কিছু পরিচিত কিছু অপরিচিত পরিযায়ী পাখিকে। এখন প্রশ্ন এই প্রতিভা দেখা যাবে কোথায়? তাহলে জানাই, এই সবই দেখা যাবে কলকাতার স্টার থিয়েটারের নটী বিনদিনী আর্ট গ্যালারীতে। হেলো হেরিটেজের প্রয়াসে এই দ্বিতীয়বার পেন্টোগ্রাফি অনুষ্ঠিত হচ্ছে, চলবে ৩০শে এপ্রিল অবধি, এই বারের ভাবনা ফ্লাইং ফেদারস। রেশমী চ্যাটার্জী (হেলো হেরিটেজের কর্নধার) জানিয়েছেন "যেহেতু আমরা ঐতিহ্য সংরক্ষনের কথা বলে থাকি পরিবেশ যদি সুস্থ সুন্দর না থাকে তবে ঐতিহ্যকে সঠিকভাবে সংরক্ষন করা যায় না।পশ্চিমবাংলার বর্ধমানের পূর্বস্থলী চুপি যাতে উন্নতমানের পাখিরালয় হয়ে উঠতে পারে, এই বার্তা নিয়েই পেন্টোগ্রাফি।।

No comments:

Post a Comment