সুবর্ন জয়ন্তী উদযাপনে জুলিয়ান ডে স্কুল - Songoti

সুবর্ন জয়ন্তী উদযাপনে জুলিয়ান ডে স্কুল

Share This
পায়েল পাল, কলকাতাঃ জুলিয়ান ডে স্কুল নামটি শহরে বহুল পরিচিত, কারন বহু তারকা এখান থেকে শিক্ষা লাভ করেছেন। স্কুলটি দেখতে দেখতে ৫০ শে পদার্পন করেছে, স্কুল কতৃপক্ষ জানিয়েছেন তারা ১২ ই এপ্রিল "ওয়াক ফর এডুকেশন" দিয়ে  শুরু হবে সুবর্ন জয়ন্তী উদযাপন। "ওয়াক ফর এডুকেশন" শিক্ষার জন্য হাটা, সমাজের প্রতিটি স্তরে শিক্ষাকে পৌছে দিতে প্রায় ২.৫ কি.মি. অবধি পদযাত্রায় হাটবে স্কুলের প্রথম থেকে দ্বাদশ শ্রেনী ছাত্রছাত্রী সহ স্কুল শিক্ষকেরা। জানানো হয়, ৫০ বছর পূর্তি'র যে বিশেষ লোগো তৈরী করেছেন কর্তৃপক্ষ তা উন্মচন করবেন রাজ্য সভার সদস্য ডেরেক ও ব্রায়েন। এছাড়াও আগামী ১৮ ই এপ্রিল হেরিটেজ সংরক্ষনকে কেন্দ্র করে হেলো হেরিটেজ সংস্থার সঙ্গে পা মেলাবে জুলিয়ান ডে স্কুলের ছাত্রছাত্রীরা সেদিন প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে জানান হেলো হেরিটেজের কর্নধার রেশমী চ্যাট্টার্জী। "খেলাধূলা, ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা নিজেদের শাখার সঙ্গে প্রতিযোগিতা করে এসেছি তবে প্রাইভেট ছাড়াও গর্ভমেন্ট বা গর্ভমেন্ট স্পনসর স্কুল চায় আমাদের আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহন করতেই পারে, সেক্ষেত্রে অংশগ্রহনকারী স্কুল কর্তৃপক্ষকে মেইল পাঠাতে হবে  জুলিয়ান ডে স্কুলে" জানান  জুলিয়ান ডে স্কুলের এডুকেশন ডিরেক্টর জে কে সেন। সাংবাদিক সম্মেলনটিতে উপস্থিত ছিলেন প্রখ্যাত বাচিক শিল্পী কাজল সুর, কলকাতা জুলিয়ান ডে স্কুলের প্রধান শিক্ষিকা সি ডি স্মিথ, এডুকেশন ডিরেক্টর জে কে সেন সহ অনেকেই।।

No comments:

Post a Comment