পায়েল পাল, কলকাতা: নিজের পরিধি ছেড়ে কেই বা এখন বেড়াতে চায় না! উত্তর একটাই, আমরা সবাই চাই ; কিন্তু যাব কীভাবে? আর দেশের বাইরে হলে তো এক রাশ চিন্তা ভালো মন্দের। তারপর মনে হয়, ধ্যুত যাবই না। তাই আপনাদের যাওয়া নিশ্চিত ও সুরক্ষিত করতে অনেকদিন আগেই এসেছিল সংস্থাটি। তবে এখন আরো কাছে। সংস্থাটির নাম ফ্লাইট সেন্টার ট্রাভেল গ্রুপ। সংস্থাটি অস্ট্রেলিয়ার।সদ্য এর দ্বিতীয় ফ্রাঞ্চাসির দ্বারোঘাটন হয় সল্টলেক বিই - ২৯ শে। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সংস্থার ইডি শ্রাবন গুপ্তা , সল্টলেক শাখার কর্নধার রাধিকা লুমিয়া, শ্যামসুন্দর স্টিলের কর্নধার শ্যামসুন্দর বেরিওয়ালা এবং ভারত চেম্বার অফ কমার্সের সভাপতি সীতারাম শর্মা। ইডি জানান "আমরা কেবল সাধারন প্যাকেজ নয়, টি-ট্যুরিজমও যোগ করেছি অত্যন্ত পকেট ফ্রেন্ডলি দামে। ভারত চেম্বার অফ কমার্সের সভাপতি সীতারাম শর্মা জানান " এই ট্যুরিজম কম্পানিটি চারটি এস সমন্বয়ে তৈরী, যেমন S - SWAGAT, S - SUBIDHA, S - SUCHANA, S - SURAKHSHA । তাই ভ্রমনকারীরা যে সহজেই এই সংস্থাকে আপন করতে পারবে এই আমার ধারনা"। তাহলে অপেক্ষা না করে সহায়তা নিতে আসতে পারেন TOUR & TRAVEL - এ ।।
![]() |
RIBBON CUTTING |
![]() |
সংস্থার ইডি শ্রাবন গুপ্তা , সল্টলেক শাখার কর্নধার রাধিকা লুমিয়া, শ্যামসুন্দর স্টিলের কর্নধার শ্যামসুন্দর বেরিওয়ালা এবং ভারত চেম্বার অফ কমার্সের সভাপতি সীতারাম শর্মা |
No comments:
Post a Comment