চার মহারথীর মোহিত করা গুরু বন্দনা - Songoti

চার মহারথীর মোহিত করা গুরু বন্দনা

Share This
সঙ্গ অফ নেচার
 
পন্ডিত রনু মজুমদার (বাশি) পদ্মভূষন পন্ডিত বিশ্ব মোহন ভট্ট (মোহনবীনা ) , 
পন্ডিত তরুন ভট্টাচার্য (সন্তুর) , ও পন্ডিত তন্ময় বোস (তবলা)  

নিজস্ব প্রতিবেদন, কলকাতা ঃ "গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেবই মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরমব্রহ্ম, তৎমদৎ শ্রী গুরু বে নমঃ"। গুরু শিষ্যের স্নেহ ও শ্রদ্ধার এই পারম্পরিক সম্পর্ক বহিঃ প্রকাশের অন্য নাম সঙ্গ অফ নেচার বা প্রকৃতির গান। সান্তুর আশ্রম উপস্থাপিত এবং প্নে ওন পরিচালিত আই . সি . সি. আর. এ ঘটে যাওয়া সঙ্গ অফ নেচার এ অংশগ্রহন করেন চার মহারথী ওরফে পন্ডিত রবিশঙ্করের ছাত্র পন্ডিত রনু মজুমদার (বাশি), পদ্মভূষন পন্ডিত বিশ্ব মোহন ভট্ট (মোহনবীনা ) , পন্ডিত তরুন ভট্টাচার্য (সন্তুর) , ও পন্ডিত তন্ময় বোস (তবলা)। সমগ্র অনুষ্ঠান কেবল ভারতীয় ক্লাসিকাল সঙ্গীতেই থেমে ছিল তা নয়, প্রজাতন্ত্র দিবসের উত্তরকালে বন্দেমাতরম সুরও ধ্বনিত হয় বাদ্যযন্ত্রগুলি থেকে। শুধু তাই নয়, প্রস্তুতহীনভাবেই পন্ডিত বিশ্ব মোহন ভট্টের অনুরোধেই ওডিসি নৃত্য প্রতিস্থাপন করেন গুরু সঞ্চিতা ভট্টাচার্য।।

চিত্র সৌজন্য ঃ পায়েল পাল


চার মহারথী


ওডিসি নৃত্য প্রতিস্থাপনরত গুরু সঞ্চিতা ভট্টাচার্য



                              

No comments:

Post a Comment