সৌরভীর মোহিত করা অনুষ্ঠান দক্ষিণ কলকাতায় - Songoti

সৌরভীর মোহিত করা অনুষ্ঠান দক্ষিণ কলকাতায়

Share This
নিজস্ব প্রতিবেদন, কলকাতা : সংস্থাটি শহরে অপরিচিত হলেও কর্মকাণ্ড গুলি হৃদয়স্পর্শী। নাম সৌরভী, একটি সাংস্কৃতিক সংস্থা।মূলত শিক্ষক অশোকতরু বন্দ‍্যোপাধ‍্যায়কে শ্রদ্ধা জানানোর জন‍্য‌ই সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজন করেন কর্নধার স্বপন কুমার ঘোষ ও দেবযানী ভট্টাচার্য। ভারতনাট‍্যম, ওড়িশী, ও রবীন্দ্রশৈলী নৃত‍্য পরিবেশন করেন সৌরভীর সদস্যাগন।সবশেষে বৈচিত্র্যময় রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠানে পুত্র দেবজিৎ ঘোষের সঙ্গে খেয়াল, ধ্রুপদাঙ্গ, কীর্তনাঙ্গ, বাউলাঙ্গ গানের সঙ্গে গলা মেলান কর্নধার স্বপন কুমার ঘোষ সঙ্গত হিসেবে নৃত‍্য পরিবেশন করেন দেবযানী ভট্টাচার্য হলেও সম্পুর্ন অনুষ্ঠানটির পরিমন্ডল যথার্থ ছিল বলাই চলে।।


No comments:

Post a Comment