বাঙালির গৌরব | শঙ্খ রঞ্জন পাত্র | সাহিত্যগ্রাফি - Songoti

বাঙালির গৌরব | শঙ্খ রঞ্জন পাত্র | সাহিত্যগ্রাফি

Share This

রবি ও নজরুলে বাঙালি মোহিত 
ওঁরা বাংলার গর্ব 
তাদের গানে মুখরিত 
আকাশ বাতাস সর্ব ।

কবিতা জুড়ে কত কথা 
কখনো গভীর ভালোবাসা 
বাঙালির মননে গাঁথা 
কখনো প্রতিবাদের ভাষা । 

 বাঙালি শিখেছে ধর্ম বর্ণ মিলেমিশে 
 যত ভাষাভাষী  আছে 
থাকতে  ভালোবেসে 
 তাই বিভেদ ভুলে আনন্দে রয়েছে।

বাঙালি শিখেছে  ঐক্যতা ,
 সংকীর্ণতা মনের জীর্ণতা ।

No comments:

Post a Comment