রবিবার || রীণা দত্ত বন্দ্যোপাধ্যায় || সাহিত্যগ্রাফি - Songoti

রবিবার || রীণা দত্ত বন্দ্যোপাধ্যায় || সাহিত্যগ্রাফি

Share This

রবিবার মানে—
এল্যার্ম ঘড়িটার
টুঁটি চেপে ধরা বারবার—
কেন যে বাজিস?
বিরক্ত করিস?
জানিসনে আজ রোববার!
ঘুম চোখে উঠে
দাঁত মুখ ধুয়ে
যেতে হবে টিউশানি
কি যে জ্বালাতন!
স্বাধীনতাহরণ
দুঃখের ছাত্রজীবন ৷

সারাদিন খেটে শুয়েছেন
গৃহিনী গভীর রাতে ৷
কর্তা হাঁকেন—
সকাল হয়েছে,উঠে পড়ো
এতো ঘুমোলে কি চলে !
বাজারে যাব, কি কি আনব?
রান্না করবে কবে?
আলস্য ভেঙে বিছানায় বসে
ঝঙ্কার দেন গৃহিনী—
'ধ্যাৎ তেরিকা একি জ্বালাতন!
আমার কি নেই রোববার'!

চাকুরীজীবি দেবাদেবীগণ
ওঠেন সকালে দেরিতে,
একে অপরের খুঁত খুঁজে যান
দিন কাটে তর্ক আর ঝগড়াতে ৷
সারাসপ্তাহের পড়ে থাকা কাজ,
করতে হবে তো সমাধা—
যত বুলি চলে
সাথে চলে কাজ
পেরোতে হবে যে সময়ের বাধা !
শেষ হতে হতে রাত হয়ে যায়
ক্লান্ত শরীরে শুয়ে বিছানায়
ভাবে, আজ ছিল কি রোববার?
দরজায় দাঁড়িয়ে চোখ যে পাকায়
পরের দিনের কাজ !

রবিবার মানে—
একটু আরাম —অনেকখানি কাজ
সারাসপ্তাহের এনার্জি ব্যাটারিতে
দিয়ে নিই ফুলচার্জ ৷

No comments:

Post a Comment