ভেন্টিলেশনে বৃদ্ধ! করোনা আক্রান্তের খোঁজ কলকাতায়, রাজ্যে আক্রান্ত বেড়ে ২২ - Songoti

ভেন্টিলেশনে বৃদ্ধ! করোনা আক্রান্তের খোঁজ কলকাতায়, রাজ্যে আক্রান্ত বেড়ে ২২

Share This
গত ২৮ তারিখ তিনি হাসপাতালে ভর্তি হন৷ শুরু থেকেই ওই বৃদ্ধের প্রবল শ্বাসকষ্টের সমস্যা ছিল৷ তাঁর মধ্যে করোনার উপসর্গ থাকায় বৃদ্ধকে হাসপাতালের আইসোলেশন আইসিইউ-তে রাখা হয়৷ বৃদ্ধে লালা রসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ৷বাইপাসের 



ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ৭৭ বছরের বৃদ্ধের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে৷ তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছে৷ রবিবার রাতেই ওই বৃদ্ধের করোনা পরীক্ষার রিপোর্ট আসে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে৷ সেখানেই তাঁর করোনা পজিটিভের কথা উল্লেখ ছিল৷ এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২২৷ওই বৃদ্ধের শরীরে কীভাবে সংক্রমণ ছড়াল তা জানার চেষ্টা করছে স্বাস্থ্য দফতর এবং হাসপাতাল কর্তৃপক্ষ৷ জানা গিয়েছে, ওই বৃদ্ধের বড়বাজারে কাপড়ের ব্যবসা রয়েছে৷ তিনি কোনও করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন কিনা, অথবা তিনি বা তাঁর পরিবারের কেউ সম্প্রতি বিদেশ বা অন্য রাজ্য থেকে ফিরেছেন কিনা, সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে৷ বৃদ্ধের পরিবারের সদস্যদেরও প্রয়োজনে কোয়ারেন্টাইনে রাখা হবে৷

No comments:

Post a Comment