দুই শালিক || প্রভাত রঞ্জন ভট্টাচার্য্য || সাহিত্যগ্রাফি - Songoti

দুই শালিক || প্রভাত রঞ্জন ভট্টাচার্য্য || সাহিত্যগ্রাফি

Share This

আত্মহারা,
ওরা দুজনে,
গভীর প্রেমে বিভোর।
ইতিউতি বসে-উড়ে-ঘুরে,
কখনো জলকেলি, কখনো ওষ্ঠ চুমে।
ভরা দ্বিপ্রহরে ওদের  দেখে  কাটে সময়।

মনে হয়, ওদের জীবনটা শুধুই প্রেমময়।
ভরদুপুরে  যখন  আমি ঢুলুঢুলু  ঘুমে,
দুটি শালিকের প্রেমগীতির সুরে,
মূর্চ্ছনায় হই বেঘোর,
মধুর কূজনে,
মাতোয়ারা।

No comments:

Post a Comment