দেশপ্রিয় পার্কে শহীদ বেদীতে মাল্যদান মধ্যে দিয়ে শ্রদ্ধা জানালো বঙ্গযোদ্ধা সংগঠন - Songoti

দেশপ্রিয় পার্কে শহীদ বেদীতে মাল্যদান মধ্যে দিয়ে শ্রদ্ধা জানালো বঙ্গযোদ্ধা সংগঠন

Share This

কলকাতাঃ ১৯৬১ সালের ১৯শে মে তারিখে অসমের বরাক উপত্যকায় বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেওয়ার আন্দোলনের আনন্দলনকারীদের উপর পুলিশের আক্রমণ এবং ফলস্বরূপ ১১ টি প্রাণের বলি হওয়ার ইতিহাসকে কেন্দ্র করে, বঙ্গযোদ্ধা সংগঠন দেশপ্রিয় পার্কে এই ভাষা শহীদদের উদ্দেশ্যে নির্মিত শহীদ বেদীতে মাল্যদান ও পুষ্পার্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানায়। সংগঠনের

 তরফে কেন্দ্রীয় কমিটির সদস্য অভিজিৎ কুন্ডু , অরুণ কুমার সেন এবং রজত সেন বক্তব্য রাখেন। স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাঙালি জাতির উপর শোষণ এবং নিপীড়নের বিরুদ্ধে বাঙালি জাতির নিজ অধিকার অর্জনের লড়াইয়ে বঙ্গযোদ্ধা সংগঠন আগামীতে অগ্রণী ভূমিকা নেবে বলেই তাঁরা জানান। তাঁরা আরও বলেন যেভাবে স্বাধীনতার পর থেকে বাঙালি জাতিকে তার নিজ ভাষা ব্যবহার করার জন্য লড়তে হয়েছে রক্ত খরচ করতে হয়েছে সেরকম উদাহরণ এই পৃথিবীতে বিরল। অথচ এই বাঙালির হাত ধরেই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সূচনা এবং প্রসার। আগামীদিনে বাঙালি জাতীয়তাবাদকে পশ্চিমবঙ্গের প্রতিটি বাঙালির মজ্জায় পৌঁছে দেওয়াই বঙ্গযোদ্ধা সংগঠনের লক্ষ্য।


No comments:

Post a Comment