বার্তা প্রতিবেদন, কলকাতাঃ চলতি বছর নিউ টাউনের ক্লক টাওয়ার সংলগ্ন মাঠে প্রথম হতে চলেছে সর্বজনীন দুর্গোৎসব । নিউ টাউন সর্বজনীন সমিতি দ্বারা পরিচালিত এই উৎসবে থাকবে মেলাও - তাই আশা করা হচ্ছে, ফলত স্থানীয় অর্থনীতি ও চাঙ্গা হবেIতাছাড়া থাকবে আড্ডা জোন ও। এই দুর্গোৎসবকে সর্বতোভাবে সাহায্য করছেন হিডকো এবং এন কে ডি এ। পাশে আছে স্লেট পেন্সিল নিউ টাউন ওIএই দুর্গোৎসবের লোগো করেছেন
চিত্রশিল্পী শ্রী শুভাপ্রসন্ন, যা সদ্য উন্মোচিত হল কলকাতায় প্রেস ক্লাবে। সমিতির অন্যান্য সদস্য সদস্যাদের সাথে উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক শ্রী সমরেশ দাস এবং সভাপতি ঊর্মিলা সেন, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এই দুর্গোৎসবের প্রধান বিষয় হল নারী শক্তির জাগরণ। প্রতিমা নির্মাণে আছেন প্রখ্যাত শিল্পী ও ভাস্কর শ্রী প্রশান্ত পালI খুঁটি পুজো অনুষ্ঠিত হবে আগামী ১৩ ই জুলাই ,২০২২।
No comments:
Post a Comment