কালো বলেই তুচ্ছ! - Songoti

কালো বলেই তুচ্ছ!

Share This
সঙ্গতি, কলকাতা: একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মানুষ এতটাই নীচ, স্বার্থান্ধ যে কালো বলে তাঁকে একটা কোণে ফেলে রাখে। যেটা এই সমাজে আকছারই ঘটনাটা ঘটে থাকে। কিন্তু গায়ের রং কালো বলে আছাড় মারা, আগুনে পুড়িয়ে দেওয়া এইসব ঘটনা সমাজে কেনো ঘটবে? গায়ের রং কালো বলে জন্ম নেওয়ার পরেই ছোটবেলাই তাঁকে আছাড় মেরে ফেলে। যা বহুবার এরকম ঘটনার সাক্ষী থেকেছে এই বিশ্বসমাজ। তেমনই বছর ১৩ নান্দু নামে এক কিশোরের সাথে এরকম ঘটনা ঘটেছে। সে নীচু জাত বলে স্কুলে তাঁর বন্ধুরা তাঁর সাথে মেলামেশা করে না, গল্প করে না, তাঁকে নিয়ে পড়াশোনার কোনো আলোচনা করে না। কালো বলে তাঁকে একটা কোণে রেখে দিয়েছে। কারণ নান্দুর বন্ধুদের জাতি সবার উপরে, গায়ের রং দুধসাদা , তাঁরা সবার সাথেই মেলে, উঁচু জাতি বলে সবার সাথে কথাও বলে। কিন্তু সে পারে না। তাকে একটা কোণে রেখে দিয়েছে বন্ধুরা। এবং এই কথা ভাবতে ভাবতে চোখের জল গড়িয়ে পড়ে ও আক্ষেপ করে বলে 'আমিই কালো'। সদ্য কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এই সিনেমা। আগামী ১৩ই নভেম্বর অজন্তায় পুনরায় প্রদর্শিত হবে এই সিনেমা।। 

No comments:

Post a Comment