ভারতে নামল ৫টি রাফাল, শক্তি বৃদ্ধি ভারতীয় বায়ুসেনার - Songoti

ভারতে নামল ৫টি রাফাল, শক্তি বৃদ্ধি ভারতীয় বায়ুসেনার

Share This
বার্তা প্রতিবেদন, নয়া দিল্লি : অবশেষে বহু প্রতীক্ষিত রাফাল ফাইটার জেট এসে পৌঁছল ভারতে। ফ্রান্সের ডাসো এভিয়েশন সংস্থা থেকে মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান ক্রয় করেছে ভারত। তার মধ্যে প্রথম পর্যায়ে পাঁচটি যুদ্ধবিমান বুধবার আম্বালা এয়ারবেসে অবতরণ করল। চীন ও পাকিস্তানের মোকাবিলায় এদেশের বায়ুসেনার শক্তিবৃদ্ধির নিরিখে যা বিরাট সুসংবাদ। সপ্তম গোল্ডেন ayro স্কোয়াড্রনে রাফালের সংযুক্তিকরণ অনেকটাই বাড়িয়ে দিতে চলেছে বায়ুসেনার শক্তি। একইসঙ্গে ফ্রান্স থেকে এসেছে স্কাল্প এবং মেটিওর মিসাইল। রাফাল ভারতের মাটি স্পর্শ করার পর বুধবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের সামরিক শক্তির ইতিহাসে নতুন এক যুগের সূচনা হল।
       

                এদিকে, রাফাল ভারতে আসার ঠিক প্রাকমুহূর্তে হঠাৎ ভারত মহাসাগরে একঝাঁক যুদ্ধজাহাজ ও সাবমেরিন মোতায়েন করেছে ভারতীয় নৌবাহিনী। সম্প্রতি আমেরিকা ও ভারতীয় নৌসেনা যৌথ মহড়া দিয়েছিল ভারত মহাসাগরে। লাদাখে চীনের সঙ্গে টানাপোড়েনের আবহে রাফালের এদেশে আসা ও ভারত মহাসাগরে হঠাৎ যুদ্ধজাহাজের অতি সক্রিয়তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কারণ লাদাখে বিগত একমাসের বেশি সময় ধরে চীন ও ভারতের আলোচনা চললেও সেনা সরে যাওয়া নিয়ে সামগ্রিক সমস্যা মেটেনি। কারণ প্যাংগং লেকের ফিঙ্গার পয়েন্ট ৪ থেকে ৮ এবং গালওয়ান উপত্যকার সীমান্ত এলাকায় চীন সেনা মোতায়েন করে রেখেছে। এই নিয়ে আবার চলতি সপ্তাহে বৈঠক হওয়ার কথা দু'দেশের কমান্ডার স্তরে।     লাদাখ, সিকিম ও অরুণাচল প্রদেশে ভারতীয় সেনা সীমান্ত ও প্রকৃত নিয়ন্ত্রনরেখায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যায়।

No comments:

Post a Comment