লকডাউনে বারাসত - Songoti

লকডাউনে বারাসত

Share This
হিরন্ময় ঘোষাল, বারাসাত : লকডাউনে বারাসাতে এই মুহুর্তে আক্রান্ত ১৫৯ মৃত ১৪ জন। সুস্থ হয়েছেন ৬২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ জন। আরও বাড়ছে। সম্প্রতি-সরোজ পার্ক বাসিন্দা দেমিতিক শর্মা বয়স অতএব তরতাজা যুবকের প্রাণ চলে গেল। উদ্বিগ্ন পৌর ও শহর প্রশাসন, প্রশাসক সুনীল মুখোপাধ্যায় একটি হসপিটাল এর দাবী জানান। আগামী সোমবার থেকে বারসাত স্টেডিয়াম/এ মেক হোম শুরু হবে বলে জানান, বারাসাতে করোনার প্রকোপ 


আটকাতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। প্রশাসন সূত্রে এই খবর জানা যায়।বারাসাত শহর যেন বন্ধের শহর। চাপাডালি মোড় - হরিতলা মোড় কলোনি মোড় একদম শুনশান, দোকানপাট বন্ধ। পুলিশ, প্রশাসনের তৎপরতা চোখে পড়ার মতো। কোথাও নাকা চেকিং চলছে, শহরের মানুষ বর্তমান করোনার প্রকোপকে বোধহয় এবার উপলদ্ধির মধ্যে এনেছেন। বারাসাত শহরে যেভাবে করোনার থাবা বাড়ছে। 

No comments:

Post a Comment