ফিনো পেমেন্ট ব্যাঙ্ক গ্রামীন পরিষেবার সুবিধার্থে নগদ টাকার সুবিধা করেছে - Songoti

ফিনো পেমেন্ট ব্যাঙ্ক গ্রামীন পরিষেবার সুবিধার্থে নগদ টাকার সুবিধা করেছে

Share This
পল্লবী বোস, কলকাতাঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভার ও দেশজুড়ে লকডাউনের মধ্যে গ্রাহকদের ঝামেলাবিহীন ব্যঙ্কিং পরিষেবা দেওয়ার জন্য ফিনো পেমেন্টস ব্যাঙ্ক গ্রামাঞ্চলে আত ক্ষেত্র বাড়িয়ে চলেছে। সরকারি ও আর. বি. আই. এর নির্দেশ অনুযায়ী ব্যাঙ্কিং একটি জরুরি পরিষেবা এবং তা শাখা এ.টি.এম , বি সি আউটলেট ও সি এস পি'র মাধ্যমে চালু রাখা দরকার। ফিনো পেমেন্টস ব্যাঙ্ক জানিয়েছে, নগদ টাকা ব্যাবহার খুবই সহজ। গ্রামে নগদ টাকার ব্যবহারি বেশী। অনলাইন টাকা পেমেন্ট তাদের পক্ষে খুব সুবিধাজনক উপায় নয়। গ্রামবাসীরা প্রয়োজনে টাকা ফেলে টাকা তুলতেও পারে। ভারত পেত্রোলিয়ম আউটলেটেও টাকা জমা করার সুবিধা আছে। টাকা জমা দেওয়ার আগ্রহ দেখে ডিপোজিট চার্জ ছাড়া টাকা জমা নেওয়া হচ্ছে। ফিনোর এই ঝামেলা বিহীন পরিষেবার জন্য বাড়িতে ব্যাঙ্কিং - এর সুবিধাও আছে। এককথায় ফিনো ব্যাঙ্ককে বাড়ির দোরগোড়ায় নিয়ে এসেছে।।

No comments:

Post a Comment