পি এল টি আবার.... তবে পৃথিবী সেরে উঠলে আসর বসবে জালিয়ানোয়ালাবাগ'এর - Songoti

পি এল টি আবার.... তবে পৃথিবী সেরে উঠলে আসর বসবে জালিয়ানোয়ালাবাগ'এর

Share This

পায়েল পাল, কলকাতাঃ মনে আছে আজ কত তারিখ!! ২৯ সে মার্চ। হ্যাঁ আজই জন্মলাভ করেছিলেন বাংলা নাটকের অন্যতম কান্ডারী উৎপল দত্ত, সাল ১৯২৯। তাঁর লেখনীতে উঠে এসেছে কত কি? যা বাংলা সাহিত্যের অমূল্য রসদ হিসেবে স্বীকৃত। যেমনটা আমরা বলেছিলাম বিগত ৭ মাস আগে পি. এল.টি. অর্থাৎ পিপলস অফ লিটিল থিয়েটার শুরু হয়ে ছিল উৎপল দত্তের নাট্য কোলাজের মাধ্যমে যেটি নিয়ে আমাদের সাথে কথা বলেছিলেন উৎপল কন্যা বিষ্ণুপ্রিয়া দত্ত স্বয়ং। সেটির অগ্রগতিকে আরো একধাপ এগিয়ে দিতেই আজ অর্থাৎ ২৯শে মার্চ উৎপল দত্তের জন্মদিন উপলক্ষে যে নাটক উপস্থাপন করার 



ছিল তা হল জালিয়ানাওয়ালাবাগ, তবে বর্তমানের সামাজিক পরিস্থিতি'র কারণে উপস্থাপনা স্থিমিত রয়েছে। তবে পি.এল.টি.'র অন্যতম সদস্যা পাপিয়া অধিকারী জানিয়েছেন "পৃথিবী সেরে উঠলে পি.এল.টি. আসবে নতুন নাটক নিয়ে"। বাংলার নাট্যপ্রেমী মানুষদের কাছে পি.এল.টি একটি ঝলকের মতো, যেখানে সচেতনতা - শিক্ষা - অজ্ঞতাদূরীকরণের প্রয়াস। তাই বাংলার নাটককে এবং বর্তমান সামাজিক পরিস্থিতি থেকে কিঞ্চিত মুক্তি দিতেই পি.এল.টি. আবার।।

No comments:

Post a Comment