ইউকো ব্যাঙ্ক নিয়ে এলো টাকা তোলার নতুন নিয়ম - Songoti

ইউকো ব্যাঙ্ক নিয়ে এলো টাকা তোলার নতুন নিয়ম

Share This

বিশ্বজিৎ দাস, কলকাতাঃ কলকাতায় প্রকাশিত হল ভারত সরকারের একটি ক্রোড়পত্র। যার মূল লক্ষ্য ভারতের অর্থনীতি নতুন রূপে তৈরি করা। যা ৭৭তম প্রতিষ্ঠিত দিবসে ধারক-বাহক হিসেবে কাজ করল ইউকো ব্যাংক। অর্থাৎ পাবলিক সেক্টর ব্যাংক হিসেবে। কাজের দিশা দেখাতে যে তিনটি জায়গায় প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে । সেই তিনটি জায়গা হল রাজস্থানের দৌসা, ওড়িশার জগৎসিংপুর এবং পঞ্জাবের রোপার।  যা কলকাতায় দুটো শহুরে ব্যাংক খুলতে যাচ্ছে যেখানে আপনি ১০,০০০ টাকা করে রাখতে পারবেন। তাই পাবলিক সেক্টর হিসেবে ইউকো ব্যাংক স্ব-শাসিত ভাবে এই মেগা উদ্যোগ নিয়েছে। আধুনিক ব্যাংকের চাহিদা হল টাকা অনলাইনে পেমেন্ট করা, নগদ টাকা
 

তোলা অনলাইনে, নেট ব্যাংকিং প্রভৃতি এইসব কাজ ব্যাঙ্কের লক্ষ্য। তাই লক্ষ্যকে পূর্ন করতে ইউকো ব্যাঙ্কের আধুনিক প্রযুক্তি যা কলকাতার ব্রাঞ্চের টাকা উইথ ড্র ক্রা যাবে ভারতবর্ষের যে কোনো এ টি এম থেকে শুধুমাত্র একটি বুড়ো আঙ্গুলেরচাপে। এই পদ্ধতি ভারতের অন্য আরো একটি রাষ্ট্রায়ত্ত ব্যঙ্ক এস বি আই'কেও হার মানালো। ইউকো ব্যাঙ্কের চলতে থাকা আশা ও স্বপ্ন পছন্দের সারিতে নিয়ে গেছে। ভবিষ্যতের সঙ্গে হুজুগ ও অঙ্গীকারবদ্ধ করার বিপুলসংখ্যক মানুষের নজরকাড়া দৃষ্টি এই ব্যাংক করতে চলেছে।

No comments:

Post a Comment