জরিমানা || হরেকৃষ্ণ দে || সাহিত্যগ্রাফি - Songoti

জরিমানা || হরেকৃষ্ণ দে || সাহিত্যগ্রাফি

Share This

সিঁথির সিঁদুর জুড়ে সংসার মণ্ডল ঘুরপাক খায়
আহত নিয়তি দোষারোপের খাইখরচের হিসাব খাতায়৷
বৃষ্টির ফর্দ ঝোলা আকাশে উনুনের চুপসানো পেট৷ভালোবাসার ঝরে পড়া ইঙ্গিতগুলো খোলা হাতে বাউন্স খেয়ে চলেছে৷বিছানার নরম গন্ধ বয়ে কপালে চুমু আটাকানো সকালের আয়নায় এলোমেলো দুঃখের বিভাজিকায় বার বার সানস্ক্রিনের গেটআপ দেখি৷পকেটের সেলাই খসা কনফিডেন্স আস্রাবন হয়ে থিতিয়ে পড়তে চায়,তবুও প্রেমের ঘামাচিরা নাইসিলের আরাম খোঁজে বার বার৷
        আমি নিরপরাধ জলের কুলকুচি আওয়াজ তুলি সমগ্র মুখবিবরে-- নিজেকে স্ট্যাণ্ড বেসিনের মতো ফিক্সড রেখে দাঁড়িয়ে রাখি ভালোলাগার ডাইনিং রুমে....
          নাইট ল্যাম্পের নিভু পড়ন্ত আলোর মতো সারা দেয়ালজুড়ে আমার অপরাধের জরিমানা পেরেকে আঘাত মারতে থাকে৷

No comments:

Post a Comment