দুটি পিসি || নিশা ঘোষ দস্তিদার || সাহিত্যগ্রাফি - Songoti

দুটি পিসি || নিশা ঘোষ দস্তিদার || সাহিত্যগ্রাফি

Share This

ক্ষ্যান্ত পিসি,প্যান্ত পিসি
দুটি বোন ছিল।
গভীর রাতে একটি হঠাৎ
উধাও হয়ে গেল।
কেউ জানেনা কোথায় গেল
কোন্ সাগরের পারে,
পেরিয়ে পাহাড়, নদী-নালা
গহীন বনের ধারে।
করছে সবাই কানাকানি
রাতের বেলার কান্ড,
কেউ কেউ দেখেছে নাকি
শরীর এক প্রকান্ড।
পাড়ার লোকে ভাবছে বসে
হয়তো মামদো ভূতে
ধরে নিয়ে বাঁশ বাগানে
রেখেছে বুঝি পুঁতে।
একটি পিসি কেঁদে কেঁদে
খুঁজে খুঁজে মলো,
সারা জীবন পেরিয়ে গেল,
খুঁজে নাহি পেল।

No comments:

Post a Comment