বিশ্ব প্রবীণ দিবস পালনে পি. সি. চন্দ্র গ্রুপ - Songoti

বিশ্ব প্রবীণ দিবস পালনে পি. সি. চন্দ্র গ্রুপ

Share This

নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ পি. সি. চন্দ্র গ্রুপ ১লা অক্টোবরের বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে পি. সি. চন্দ্র গার্ডেনের টিউলিপ হলে চতুর্থ প্রবীণ দিবস মহা সমারোহে পালন করলো। সল্টলেকের বিভিন্ন ব্লক থেকে ১৫০জন প্রবীণ উৎসাহি মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেন। সংস্থার পক্ষ থেকে এই সমস্ত বিশিষ্ট মানুষদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। এই সকল মানুষের বয়স সংখ্যায় বাড়লেও মনের বয়স সত্যিই নবীন! এই কারণেই এই অনুষ্ঠানের নাম “চিরনবীন” স্বাগত বক্তব্য রাখেন পি.সি. চন্দ্র গ্রূপের কর্ণধার শ্রী অরুন কুমার চন্দ্র। উপস্থিত ভদ্রলোক ও ভদ্রমহিলা দের সুস্থ ও আরো ভালো ভাবে বেঁচে থাকার জন্য শুভ কামনা করেন। ডাক্তার অমিতাভ সাহা সুস্থ ভাবে বেঁচে থাকার পরামর্শ দেন। সকল প্রবীণ মানুষদের জন্য স্বাস্থ্য পরীক্ষার ব্যাবস্থা করা হয়। সব শেষে মনমাতানো সংগীত পরিবেশন করেন মানোময় ভট্টাচার্য। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবাশীষ বসু। সব শেষ উপস্থিত চিরনবীন দের হাতে ডাবের খোলের মধ্যে ফুল গাছের চারা উপহার হিসেবে তুলে দিলেন পি.সি.চন্দ্র গ্রুপ।



No comments:

Post a Comment