রাজ্য সরকারের উদ্যোগে পোস্তা বাজারের পুনর্বাসন - Songoti

রাজ্য সরকারের উদ্যোগে পোস্তা বাজারের পুনর্বাসন

Share This

বার্তা প্রতিবেদন, কলকাতাঃ পোস্তা মার্কেট, বহু পুরোনো মার্কেট। বড্ড ঘিঞ্জি এলাকা, তার ফলে অপ্রত্যাশিত ভাবেই বহু ইলেক্ট্রিক তার ছড়িয়ে ছিটিয়ে থাকে। শুধু তাই নয় রাজ্যের বাইরে থেকে বা অন্তঃজেলা থেকে আগত বহু লড়িদের পার্কিং জায়গা ছাড়াই পার্কিং করা, তার ফলে সাধারন মানুষ ও ব্যাবসায়ীদের কাজ করতে অসুবিধা হয়। ব্যাঙের ছাতার মতো মার্কেট গুলোতে কখনও  কখনও 

: Advertisement :

আগুনও লেগে যাওয়ার ঘটনা কম ঘটেনি। তাই সব মিলিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী'র নির্দেশেই পোস্তা বাজারের পুর্নিবাসনের কথা ভাবা হচ্ছে এবং বাজার সরানো'র জন্য নগরোন্নয় মন্ত্রী ফিরাদ হাকিমকে ১০ একর জমি'র সন্ধান করতে বলেছেন মুখ্যমন্ত্রী। নগরোন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম জানান, গঙ্গার দুই পারে কিছু কেএমডিএ'র জায়গা আছে। এছাড়াও পোর্ট ট্রাস্টের সাথে কথা চলছে যাথে নিমতলা থেকে  বড়বাজার অবধি যে রাস্তাটি আগে ছিল তা আবার চালু করা যায় তার ফলে সাধারন মানুষের অনেক সুবিধা হবে। এছাড়া ব্যবসায়ীদের একাংশ পুনর্বাসনকে জানিয়েছেন।।  

No comments:

Post a Comment