কথা || প্রদীপ গুপ্ত || সাহিত্যগ্রাফি - Songoti

কথা || প্রদীপ গুপ্ত || সাহিত্যগ্রাফি

Share This

নীরবে থেকো। জেনো, নীরবতাও বাঙ্ময় হতে জানে। যেমন কাক কালো জলের বুকে খেজুর পাতার জানালা গলে আসা আলো কতো ইনিয়ে বিনিয়ে বন্ধুত্বের কথা বলে অথচ কোনো শব্দ নেই, উচ্ছ্বাস নেই, বন্ধুতার কথা নিঃশব্দে বলো তবু কথা বলো। তোমার সাথে তো কোনো সংঘর্ষ নেই! আসার আওয়াজ থাক অলির মতো ফেরার আওয়াজ থাক কবুতর ডানার মতো বাকি যতো কথা -- নীরবে, নিঃশব্দে বলো। যেভাবে প্রজাপতি এসে বসে দুদন্ড কথা বলে নেয় সূর্যমুখী হৃদয়ের সাথে, নীরবে, নিঃশব্দে, তবু কথা বলো তুমি। চাতক হৃদয় ডানা মেলে দেয় - কতদূর -- ক ত দূ র -- শুধুমাত্র কথা কবে বলে। ভালোবাসার কথা। মাটির বুকের ভালোবাসা পৌঁছে দেবে বলে মেঘেদের বুকে। আচ্ছা -- চাঁদও যে কথা কয় নিঃশব্দ আলোর ভাষায় কে যেন বলেছিলে এসে সেকথা! গেলো অমাবস্যা রাতে!

No comments:

Post a Comment